শুরু হয়েছিল ৬ দলের বাছাইপর্ব। লক্ষ্য ছিল দুটি টিকিট—২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের। এক টিকিট ইতোমধ্যে তুলে নিয়েছে অপরাজেয় পাকিস্তান। আর শেষ টিকিটের লড়াইয়ে বাঁচা-মরার লড়াই এখন বাংলাদেশের সামনে। আজ পাকিস্তানের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানাদের।
বাছাইপর্বে নিজেদের প্রথম চার ম্যাচে তিন জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ওয়েস্ট ইন্ডিজ। এই দুই দলের ভাগ্য নির্ধারণ হবে আজ—যদিও তারা মুখোমুখি নয়।
বাংলাদেশ আজ নামবে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে, যারা ইতিমধ্যে চার ম্যাচেই জিতে ফেলেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড, যারা এখনো জয়বিহীন।
বাংলাদেশ যদি আজ পাকিস্তানকে হারাতে পারে, তাহলে ৮ পয়েন্ট নিয়ে নিশ্চিত হবে তাদের বিশ্বকাপ টিকিট। সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচ হবে কেবল নিয়মরক্ষার। জয়, হার বা বৃষ্টিতে পণ্ড হওয়া—সবচেয়ে নির্ভরযোগ্য এবং সরল সমাধান নিগারদের জন্য একটি জয়।
লাহোরে ম্যাচ যদি বৃষ্টিতে পণ্ড হয়, দুই দল পাবে ১ করে পয়েন্ট। তখন ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকেই বিশ্বকাপে উঠবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জয় পেলেও তাদের পয়েন্ট হবে ৬, যা যথেষ্ট নয়।
যদি বাংলাদেশ হেরে যায়, তখন নজর থাকবে গাদ্দাফি স্টেডিয়ামে। যদি থাইল্যান্ড বড় কোনো চমক দেখায় এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে হার সত্ত্বেও বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ।
তবে যদি ওয়েস্ট ইন্ডিজ জিতে যায়, তখন শুরু হবে রান রেটের জটিল হিসাব। বাংলাদেশের +১.০৩৩ রান রেটের বিপরীতে ক্যারিবীয়দের –০.২৮৩। তাই পয়েন্ট সমান হলেও ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশকে টপকে যেতে হলে অন্তত ২৫০ রানের পার্থক্যে ঘুরিয়ে দিতে হবে দুই দলের জয়–পরাজয়ের ব্যবধান। প্রায় অসম্ভব এই সমীকরণ নিগারদের জন্য কিছুটা হলেও স্বস্তির।
বাংলাদেশ নারী দল মাত্র একবারই খেলেছে ওয়ানডে বিশ্বকাপ, ২০২২ সালে। আজ একটি জয় তাদের নিয়ে যেতে পারে ভারতের মাটিতে বসতে যাওয়া ২০২৫ আসরে। বিশ্বমঞ্চে ফেরার স্বপ্নে আজ মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
সব হিসাব সরিয়ে একটাই বার্তা—জিতলেই বিশ্বকাপ!