রাজবাড়ীর পাংশায় ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) তাদেরকে মাগুরাডাঙ্গী মধ্যপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার মাগুরাডাঙ্গী মধ্যপাড়া গ্রামের মো. মনিরুল শেখের ছেলে মাসুম শেখ (২৬) ও মারুফ শেখ (২৪)।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবাসহ মাসুম ও মারুফকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাংশা থানায় এফআইআর নং-১১, তারিখ- ১৯ এপ্রিল ২০২৫; জিআর নং-৮৩/২৫; ধারা- ৩৬(১) সারণি ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এ মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।