কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় গোটা ভারত উত্তাল হয়ে উঠেছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার রেডিও অনুষ্ঠানে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, হামলার নৃশংস ছবি দেখে প্রতিটি ভারতীয়ের রক্ত ফুটছে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
রেডিও অনুষ্ঠানে মোদি বলেন, “কাশ্মীরে শান্তি ও উন্নয়নের যাত্রা এগিয়ে চলেছে। স্কুল-কলেজগুলোয় প্রাণচাঞ্চল্য ফিরেছে, পর্যটন শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে, তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বেড়েছে। কিন্তু এই ইতিবাচক পরিবর্তন সহ্য করতে না পেরে, সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষকরা আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”
পাকিস্তানের প্রতি পরোক্ষ ইঙ্গিত করে মোদি আরও বলেন, “কাশ্মীরে যখন অগ্রগতির ধারা স্পষ্ট হচ্ছিল, ঠিক তখনই সন্ত্রাসীরা কাপুরুষতার পরিচয় দিয়েছে। তারা চায় কাশ্মীর আবার অন্ধকারে হারিয়ে যাক। কিন্তু ভারতের ১৪০ কোটি মানুষের ঐক্য ও সংকল্প তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে না।”
তিনি জানান, হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বহু আন্তর্জাতিক নেতা তাঁকে ফোন করে, বার্তা ও চিঠি পাঠিয়ে তাদের সংহতি জানিয়েছেন এবং হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। মোদি বলেন, “বিশ্ববাসী আজ সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে।”
কাশ্মীরের উন্নয়ন নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, সন্ত্রাসীরা যতই চেষ্টা করুক, জম্মু ও কাশ্মীরের অগ্রযাত্রা থামানো যাবে না।