ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্তারমোড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরের দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে বাবু মোল্যার ফার্নিচারের দোকান, বক্কার শেখের গ্রীলের দোকান এবং হাবিব মুন্সীর লেপের দোকানসহ আরও একটি প্রতিষ্ঠান।
তবে সময়মতো সালথা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফলে বাজারের আরও প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
সালথা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার পর থেকে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।