‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোস করো ভাই; লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে আলীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি আলীপুর বাজার প্রদক্ষিণ করে আবার পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন ইউনিয়ন পরিষদের কর্মকর্তা, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পরে পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ শিউলি বেগম।
অনুষ্ঠানে বক্তৃতা করেন আলীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল কবির, ২ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল আলিম এবং পরিষদের সালিশ সহকারী রওশনারা বেগম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে বিনামূল্যে ন্যায়বিচার পেতে পারে, সেজন্য সরকার আইনগত সহায়তা কার্যক্রম চালু করেছে। ইউনিয়ন পর্যায়ে এধরনের কর্মসূচি মানুষের আইনি সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, কোনো ব্যক্তি যেন অর্থাভাবে আইনের আশ্রয় থেকে বঞ্চিত না হয়, এ জন্য লিগ্যাল এইড কার্যক্রমের প্রতি জনসচেতনতা বাড়াতে হবে। উপস্থিত সাধারণ জনগণের মধ্যেও আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরা হয় এবং সরকারের এই মানবিক উদ্যোগের প্রশংসা করা হয়।
অনুষ্ঠানে পরিষদের সকল সদস্য, গ্রাম পুলিশ সদস্যসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিনামূল্যে আইনি সহায়তা গ্রহণের পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।