রাজবাড়ীর পাংশায় দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় এসব কার্যক্রমের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার।
জেলা প্রশাসক উপজেলা পরিষদে পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেন।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। একইসাথে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় বিল নার্সারী কার্যক্রমের উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জেলা প্রশাসককে পেঁয়াজ উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সামনে জেলা প্রশাসক একটি কাঠবাদামের চারা রোপণ করেন এবং অনাবাদি পতিত জায়গায় বস্তায় আদা চাষ কার্যক্রম পরিদর্শন করেন। এসব কার্যক্রমের মধ্য দিয়ে কৃষি ও পরিবেশ উন্নয়নে আরও উৎসাহিত করার লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা।
এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) খোয়াজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
জেলা প্রশাসকের এ কার্যক্রমে উপস্থিত সকলেই সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এধরনের মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।