“মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জেলা বিএনপি ও শ্রমিক দলের যৌথ আয়োজনে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বড়পুল ও রাজবাড়ী বাজার এলাকা ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিদকার পিন্টু, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, জিয়া পাঠাগারের সভাপতি আব্দুস সালাম মিয়া, যুবদলের সদস্য সচিব আমিনুর রহমান ঝন্টু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেন খান, ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
ব্যানার ও ফেস্টুন হাতে শ্রমজীবী মানুষেরা র্যালিতে অংশ নিয়ে তাদের অধিকার আদায়ের দাবিতে স্লোগান দেন। পরে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত, কাজের পরিবেশ উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
সমাবেশে বক্তারা শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।