লোকসংগীতের কিংবদন্তি শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার নামে প্রতিষ্ঠিত “কাঙ্গালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বিলপাড়া এলাকায় অবস্থিত এই একাডেমি ও জাদুঘরের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিকুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “লোকজ সংস্কৃতি আমাদের শিকড়। এই একাডেমি ও জাদুঘর তারই বহিঃপ্রকাশ। আমি ব্যক্তিগতভাবে মনের টানে এখানে এসেছি। এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করতে আমি এখানে একটি মঞ্চ নির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সুফিয়া আপার সীমানা প্রাচীর নির্মাণের অনুরোধ বাস্তবায়নের চেষ্টাও করবো।”
এসময় সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া নিজের বক্তব্যে বলেন, “এই একাডেমি ও জাদুঘরে এখনও কোনো সীমানা প্রাচীর নেই, ফলে এটি অনিরাপদ অবস্থায় রয়েছে। আমি জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানাই যেন দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করা হয়।”
অনুষ্ঠান শেষে আয়োজিত সাংস্কৃতিক পরিবেশনায় রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে আগত লোকশিল্পীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। নানা বয়সী দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন গভীর আগ্রহে।
এই একাডেমি ও জাদুঘর লোকসংগীত ও গ্রামীণ সংস্কৃতির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা ও স্থানীয়রা।