রাজবাড়ীতে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিক দলের আয়োজনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে শহরের ১ নম্বর রেলগেট বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, “১৮৮৬ সালের মে দিবসে শ্রমিকেরা জীবন দিয়ে ১৮ ঘণ্টার কাজের বিপক্ষে আন্দোলন করে ৮ ঘণ্টা কাজের দাবি আদায় করেছিল। আজ সেই শ্রমিকদের রক্তের বিনিময়ে বিশ্বের কর্মজীবী মানুষ ৮ ঘণ্টা শ্রমের সুবিধা পাচ্ছে। কিন্তু আজও আমাদের দেশের শ্রমিকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা পরিবারের জন্য প্রয়োজনীয় চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।”
তিনি আরও বলেন, “শ্রম আইন সংশোধনে আমরা কাজ করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান সরকার তা হতে দেয়নি। মালিকপক্ষ শ্রমিকদের প্রাপ্য পারিশ্রমিক দেয় না, বরং তাদের উপর নির্যাতন চালানো হয়। শ্রমিকদের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রেও নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আ. গফুর মন্ডল।
বক্তারা শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং শ্রমিকদের মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।