রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার মৌরাট ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামের বদর উদ্দিনের ছেলে মো: মিন্টু শেখ (২৮), পৌরসভার রঘুনাথপুর গ্রামের মৃত ইমারত সরদারের ছেলে গোলাম মোর্তোজা নাছের ওরফে লিটন (৪৫), মাগুড়াডাঙ্গী গ্রামের মো: মহসিন মন্ডলের ছেলে মো: হাবিবুর রহমান (৪০), নারায়নপুর গ্রামের মৃত আ: জব্বারের ছেলে মো: মোস্তাফিজুর রহমান (৬০) এবং বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মৃত আব্দুল হাই হাজারীর ছেলে মো: মনিরুল ইসলাম।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, পাংশা থানার এফআইআর নং-৫, জিআর নং-২৪, তারিখ ০৯ ফেব্রুয়ারি ২০২৫ মামলার ৪ আসামিকে এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের চলমান অভিযানে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।