মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজবাড়ী জেলা সংসদের কার্যালয়ে (২মে) দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া।
এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোহন শেখ, সাংগঠনিক সম্পাদক জয় রাহা এবং অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন কুমার দাস।
বক্তারা বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমজীবী মানুষের রক্ত ও সংগ্রামের ইতিহাস। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শোষণমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।