বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী জুনে শ্রীলঙ্কা সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে। ২০১৭ সালের পর এই প্রথম তিন সংস্করণেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। সফর শুরু হবে ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট দিয়ে।
এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সফরের মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে যাত্রা শুরু করবে সাকিব-লিটনরা।
সফরের সূচি অনুযায়ী:
বাংলাদেশ দল ৩ জুন পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শেষ করে ১০ দিন পর শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে। লঙ্কানদের বিপক্ষে এই সফরকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বিসিবি এবং কোচিং স্টাফ।
সফরটিকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। তিন ফরম্যাটে ধারাবাহিকতা রক্ষাই এবার বাংলাদেশের প্রধান লক্ষ্য।