নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি চলন্ত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তাঁর দুই বছরের শিশু কন্যা। দুর্ঘটনার সময় অটোরিকশাটি চালাচ্ছিলেন নিহত নারীর স্বামী, যিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।
শুক্রবার (৯ মে) রাত ৮টা ১৫ মিনিটের দিকে বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর এলাকায় চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম জমিলা সুলতানা (২১) ও তাঁর শিশু কন্যা ফাতেমা আক্তার জুঁই (২)। অটোরিকশাটি চালাচ্ছিলেন জমিলার স্বামী আবদুর রহমান, যিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আবদুর রহমান তাঁর স্ত্রী ও মেয়েকে নিয়ে অটোরিকশা চালিয়ে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দেওপাড়া গ্রামে ফিরছিলেন। পথে মিয়াপুর এলাকায় একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে এসে তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা-মেয়ে গুরুতর আহত হন।”
আবদুর রহমান তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে নিজেই হাসপাতালে নিয়ে যান। তবে লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাকচালককে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালকের সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ সড়কে নিয়মিতভাবে দ্রুতগতির যান চলাচল করে, যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাঁরা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।