রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সদর থানা পুলিশ। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাত ৪টার দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নয়নদিয়া গ্রামের মৃত মেছের মণ্ডলের ছেলে মো. সাইদুর রহমান সাঈদ (৪৫) এবং মৃত কাশেম মণ্ডলের ছেলে মো. সবুজ মণ্ডল (৪০)।
শনিবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) শরীফ আল রাজীব জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা সাইদুর ও সবুজ মণ্ডলের বাড়িতে অবস্থান নেয়। পরে সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সাইদুর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী মাসুম মেম্বারের বাড়ির পেছনের বাগানে পাটকাঠির গাদার ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুটি গুলি উদ্ধার করা হয়। সবুজ মণ্ডলের দেখানো মতে তার বাড়ি থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) শরীফ আল রাজীব।