রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে অনুষ্ঠিত একটি গোপন বৈঠকে পুলিশি অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টার দিকে দৌলতদিয়া মহাসড়কের পাশে অবস্থিত দৌলতদিয়া মডেল হাইস্কুলের চতুর্থ তলায় অভিযান চালানো হয়।
গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সেখানে একটি গোপন সভা অনুষ্ঠিত হচ্ছে। অভিযানে গিয়ে পুলিশ দেখে, সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন একটি সভায় অংশ নিচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেন, ঈদের পরে পূর্ণমিলনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন।
পরে দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামসহ বাকিদের ছেড়ে দেওয়া হলেও, রাজবাড়ী সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদ আলীকে আটক করা হয়।
ওই মামলায় মোহাম্মদ আলীর সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।
প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, “দৌলতদিয়ার ধোপাগাছি, বিষ্ণুনাথপুরসহ আশপাশের এলাকার যারা এখন বিভিন্ন স্থানে বসবাস করেন, তাদের সঙ্গে ঈদের পর এক পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনা করছিলাম। কে বা কারা ভুল তথ্য দিয়েছে, তা জানি না।”
পুলিশ জানায়, আটক মোহাম্মদ আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।