রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুরে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ট্রাকচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিমা খাতুন (৩৩) বানিয়ারী গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ৪ বছরের শিশু ইয়ামনা গুরুতর আহত হয়েছে।
জানা গেছে, ভ্যানযোগে রিমা খাতুন ও তার মেয়ে বাড়ি ফেরার পথে সুলতানপুরের কৈজুড়ীতে মধুখালী থেকে ছেড়ে আসা খুলনা মেট্রো (ট-১১-১৯৮৫) ট্রাকটি ভ্যানটিকে চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় ভ্যানটি এবং ভ্যান থেকে ছিটকে সড়কে পরে ঘটনাস্থলেই মারা যান ভ্যানযাত্রী রিমা। স্থানীয়রা আহত ইয়ামনাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজবাড়ী সদর থানার পুলিশ কর্মকর্তারা। এদিকে এ ঘটনায় ফরিদপুর ধুলদি রাজাপুরের সিরাজ শেখের ছেলে ঘাতক ট্রাকচালক পারভেজ শেখ (২৪) সহ ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তৌহিদুর রহমান