রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালানোর সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চ ঘাটের কাছে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার কাঁচরন্দপুর গ্রামের আবু বক্কার মুন্সীর ছেলে জীবন্ত মুন্সী (২০), একই গ্রামের আজাদ শেখের ছেলে নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার বেড়া উপজেলার ধারাই গ্রামের রহমত সরদারের ছেলে রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালার চর গ্রামের আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা (২৩)।
গোয়ালন্দে ট্রলারে ইলিশ মাছ তল্লাশি করতে গিয়ে উদ্ধার হলো একটি আগ্নেয়াস্ত্র। শুক্রবার রাতে র্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছিলো এলাকায়। অভিযানে তারা একটি ট্রলারে তল্লাশি চালানোর সময় পাথরের নিচে লুকানো অবস্থায় একটি পিস্তল ও কয়েকটি গুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রলারটি অবৈধভাবে ইলিশ মাছ পাচারের জন্য ব্যবহৃত হচ্ছিল, তবে আগ্নেয়াস্ত্রের মালিক কিংবা এর উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযানে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত চলছে।