নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ ইউপি সচিবই যেন চেয়ারম্যান! পাংশায় ভিজিএফ চাউল বিতরণে অনিয়ম
সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম হুমায়ুন মাস্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: হারুন-অর রশীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাচ্চু, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মন্ডল, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মুক্তার হোসেন প্রমুখ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আরিফুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জমির উদ্দিন আহমেদ, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পাংশা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাহীনুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন,
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, সরিষা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, পাংশা পৌর ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক শিপন ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশিক বিল্লাহ, সরিষা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সরিষা ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল হোসাইন, সরিষা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিজানুর রহমান, ছাত্রনেতা লিটন, রাফসান জানি সহ পৌর ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো: রাশেদুল ইসলাম।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।