রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সচেতন মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫) এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে আলোচনা করেন জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, রাজবাড়ী আঞ্জুমান কাদেরিয়ার সহসভাপতি জাকির হোসেন, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, সদস্য মাহফুজুর রহমান, রাজবাড়ী বিসিক ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক কাজী বেনজীর আহমেদ, এনজিও ফেডারেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, রাজবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. সমিরউদ্দিন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকর্মী মো. সবুজ হোসেন, রাজবাড়ী মুক্ত আনন্দ সংগঠনের প্রতিষ্ঠাতা অজয় দাস তালুকদার, জেলা উদীচীর পাঠাগার বিষয়ক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম বাবু, জেলা স্কাউড লিডার নুরুন্নাহার রুপা ও শিক্ষার্থী প্রতিনিধি।
এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তারা যাতে কোন প্রকার প্রতারিত না হয় সে বিষয়ে বিভিন্ন অভিযান পরিচালনা করছে। কিন্তু একটি জেলায় মাত্র দুইজন কর্মকর্তা- কর্মচারী রয়েছেন। মাত্র দুইজন কর্মকর্তা দিয়ে একটি জেলার কাজ পরিচালনা করা সম্ভব নয়। এছাড়া এই ভোক্তা অধিকার আইনটি প্রণয়ন করা হয়েছে ২০০৯ সালে। বর্তমান ভোক্তার পণ্য ক্রয়ের বা ব্যবহারের মাধ্যম পরিবর্তন হয়েছে। তাই ভোক্তার স্বার্থে এই আইনটি সংযোজন- বিয়োজন করা প্রয়োজন।