আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক নির্দেশনায় জানিয়েছে, আগামী ১৭ মে এবং ২৪ মে (শনিবার) দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে।
আজ বুধবার (১৪ মে) মন্ত্রণালয়ের উপসচিব সামসুল আরিফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে শিক্ষার্থীদের শিক্ষাজনিত সিলেবাস সম্পন্ন করা এবং নিয়মিত ক্লাস বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাধারণত শনিবার দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকে। তবে এবার বিশেষ বিবেচনায় ঈদের আগের এই দুটি শনিবার বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের সকল প্রাথমিক শিক্ষা অফিস এবং বিদ্যালয় প্রধানদের এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে। তাই ঈদের ছুটির আগে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পাঠ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে সরকার।