চীনের শানডং প্রদেশের উইফাং শহরে অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরের ঠিক আগে ‘শানডং ইউদাও কেমিক্যাল কোম্পানি’-র কারখানাটিতে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় আকাশে কমলা ও ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে যায়, যা দূর থেকে স্পষ্ট দেখা গেছে। স্থানীয় সময় দুপুরের পর থেকে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিস্ফোরণের তীব্রতা ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতা প্রকাশ পেয়েছে। রয়টার্স এসব ভিডিওর সত্যতাও নিশ্চিত করেছে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনের জানালাগুলো ভেঙে পড়ে যায়। স্থানীয় হাসপাতালগুলো জানিয়েছে, বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের সংখ্যা বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে যান ২০০ জনের বেশি জরুরি সেবা কর্মী। চীনের জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং হতাহতের সংখ্যা নিরূপণে কাজ চলছে।
সরকারি মালিকানাধীন সংবাদমাধ্যম দ্য বেইজিং নিউজের প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায়, বিস্ফোরিত কারখানার পাশের একটি স্থাপনাতেও আগুন ও ধোঁয়ার চিহ্ন রয়েছে। বাইডু ম্যাপ অনুযায়ী, ইউদাও কেমিক্যাল কারখানার পাশে রয়েছে একাধিক শিল্প প্রতিষ্ঠান, যার মধ্যে রয়েছে একটি বস্ত্র কারখানা, যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান এবং শিল্প রং প্রস্তুতকারক একটি কোম্পানি।
উইফাং পরিবেশ অধিদপ্তর বিস্ফোরণের স্থান থেকে পরিবেশগত নমুনা সংগ্রহ করেছে। যদিও এখনো পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় বাসিন্দাদের সতর্কতা হিসেবে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।
শানডং ইউদাও কেমিক্যালের মালিক প্রতিষ্ঠান হিমাইল গ্রুপ। বিস্ফোরণের খবর প্রকাশের পর ‘হিমাইল মেকানিক্যাল’-এর শেয়ারমূল্য প্রায় ৩.৬ শতাংশ হ্রাস পেয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, ইউদাও কেমিক্যাল ২০১৯ সালে গাওমি রেনহে কেমিক্যাল পার্কে প্রতিষ্ঠিত হয় এবং এটি প্রায় ১১৬ একর জায়গা জুড়ে বিস্তৃত। সেখানে ৩০০-এরও বেশি কর্মী কাজ করেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।