রাজবাড়ীর পাংশা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৈশালা এলাকায় “বস আইসক্রিম” নামক একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মেয়াদোত্তীর্ণ রঙ ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা।
অভিযান চলাকালে ফ্যাক্টরিতে অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং মেয়াদোত্তীর্ণ রঙ মিশিয়ে আইসক্রিম উৎপাদনের বিষয়টি নজরে আসে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারা অনুযায়ী ফ্যাক্টরির স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক (৩৩) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও এস.এম. আবু দারদা বলেন, “জনস্বাস্থ্য হুমকির মুখে ফেলার মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।