নড়াইলের লোহাগড়ায় একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। শুক্রবার সকালে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া নবজাতক তিনজন এবং তাদের মা বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গেছে, লোহাগড়া উপজেলার নোয়াগ্রামের বাসিন্দা খন্দকার সজীব হাসানের স্ত্রী আলপনা খানম গর্ভাবস্থার শুরু থেকেই চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন। শুক্রবার সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে লোহাগড়া শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুত্ব বুঝে গাইনি বিশেষজ্ঞ ডা. স্বরূপ গোলদারের নেতৃত্বে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যাসন্তানের জন্ম হয়।
ডা. স্বরূপ গোলদার জানান, ‘মা এবং তিন নবজাতকই সুস্থ আছেন। অস্ত্রোপচারটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।’
আলপনা খানমের স্বামী খন্দকার সজীব হাসান বলেন, ‘বিয়ের তিন বছর পর একসঙ্গে তিনটি কন্যাসন্তান পেয়ে আমরা খুব খুশি। এটি আমাদের জন্য এক অদ্ভুত সৌভাগ্যের মুহূর্ত। সবার কাছে দোয়া চাই, যেন আমার সন্তানরা সুস্থভাবে বড় হতে পারে।’
তিন কন্যার একসঙ্গে জন্মের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝেও ব্যাপক আগ্রহ ও আনন্দ লক্ষ্য করা যায়। শুভেচ্ছা জানাতে অনেকেই নবজাতকদের দেখতে হাসপাতালে ভিড় করছেন।
নতুন প্রাণের আগমনে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে পুরো পরিবারে। সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন নবজাতকদের বাবা-মা।