নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীতে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, শিক্ষা, চিকিৎসা ব্যয় বৃদ্ধি এবং মার্কিন সা¤্রাজ্যবাদের পরিকল্পনায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কথিত সংস্কারের প্রতিবাদে জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রæয়ারি) বিকেলে শহরের রেলগেইট শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক চত্তরে এই জনসভার আয়োজন করে রাজবাড়ী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট।
জনসভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু। অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, রাজবাড়ী কৃষক সংগ্রাম সমিতির যুগ্ম আহবায়ক আজিবর রহমান, হান্নান মোল্লা চুন্নু, কৃষক নেতা আনিসুর রহমান, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গণেশ বিশ^াস প্রমুখ। সঞ্চালনা করেন জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রচার সম্পাদক জামাল উদ্দিন।
বক্তারা বলেন, বর্তমানে মার্কিন সা¤্রাজ্যবাদের পরিকল্পনায় অর্ন্তবর্তী সরকারের নেতৃত্বে জাতীয় ও জনস্বার্থবিরোধী কথিত সংষ্কারের কথা বলা হচ্ছে। সাত মাস শেষ হতে চলেছে এই সরকার দায়িত্ব নিয়েছে। আজ পর্যন্ত কোন ধরনের সংস্কার করতে পারে নি। সারা দেশে সন্ত্রাসী রাজ্য কায়েম হচ্ছে। দিনে দুপুরে, যানবাহনে নারীরা ধর্ষিত হচ্ছে। মানুষ আজ ঘরেও নিরাপদ নয়। চুরি ছিনতাই মানুষের চিন্তার কারণ হয়ে পড়েছে। দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। আই এম এফের শর্ত পূরণ করে ভ্যাট-ট্যাক্স বাড়ানো হয়েছে। এরা কোন জনগণের সরকার নয়। এরা আওয়ামী লীগ ও বিএনপির মতো বুর্জোয়া হয়ে উঠেছে। তাই এই বুর্জোয়া অপশক্তির বিরুদ্ধে শ্রমিক শ্রেণির রাষ্ট্র গঠন করতে হবে। তার আহবান নিয়ে আজ জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আপনাদের সামনে এসেছি।একটি সমাজতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে আমাদের লাল পতাকার নিচে আসুন। যে রাষ্ট্রের নেতৃত্বে থাকবে শ্রমিক, কৃষক মেহনতি মানুষ।