রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার প্রধান আসামি শান্ত রায় (২২) কে মাগুরা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ও ৬ ক্যাম্পের সদস্যরা। ওই যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত দশম শ্রেণির ছাত্রীকেও।
গ্রেপ্তার শান্ত রায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কলাগাছি গ্রামের ভরত রায়ের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৯ টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর এলাকা থেকে স্কুলছাত্রীটিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় মাইক্রোবাসে জোর করে তুলে অপহরণ করে শান্ত রায় ও তার সহযোগীরা। পরে ভিকটিমের মা বাদী হয়ে গত ০২ এপ্রিল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং: ০৫। ওই মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-১০ এর কাছে সহযোগিতা চাওয়া হলে সংস্থাটি গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায়, শনিবার (১৯ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে র্যাব-১০ এবং র্যাব-৬ এর যৌথ অভিযানে মাগুরা সদর উপজেলার বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে আসামি শান্ত রায়কে গ্রেপ্তার এবং তার তথ্যের ভিত্তিতে ভিকটিমকে উদ্ধার করা হয়।
আসামি শান্ত রায়কে দ্রুত রাজবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র্যাব-১০ এর সহকারি পরিচালক (মিডিয়া) ও সহকারি পুলিশ সুপার শামীম হাসান সরদার।