রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় অনলাইন প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের এক গ্রাহকের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি কুখ্যাত প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী প্রতিভা রানী দাস অভিযোগ করেন, ১৬ এপ্রিল দুপুরে তার মোবাইলে একাধিকবার কল দিয়ে প্রতারকরা নিজেদের সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দেয় এবং তার জাতীয় পরিচয়পত্র, ছবি ও ওটিপি নম্বর সংগ্রহ করে। এরপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কৌশলে সাত কিস্তিতে মোট ৮ লাখ টাকা তুলে নেয় চক্রটি।
১৮ এপ্রিল এ ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা (নং-১৫, ধারা ৪০৬/৪২০/৩৪) দায়ের করা হয়।
মামলার পর রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব এবং পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারের নেতৃত্বে ও বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৯ এপ্রিল ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে চক্রের সদস্য ১) মোঃ পান্নু বেপারী (২৯), ২) মোঃ রাজু মাতুব্বর (৩২), ৩) মোঃ সাজু মাতুব্বর (২৮) ও ৪) মোঃ মাসুদ তালুকদার (৩৫) কে গ্রেফতার করা হয়।
তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে ঠকিয়ে আসছে।
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
রোববার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।