রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামে ভূমিদস্যু ও জমি জবরদখলকারী হিসেবে পরিচিত আওয়ামী লীগের দোসর কাজী আরাফাত হাসান জিসানের গ্রেপ্তার এবং তাকে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন মাটিপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জিসানের বিরুদ্ধে জমি দখল, হুমকি-ধামকি ও মিথ্যা মামলার অভিযোগ তুলে বক্তব্য দেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ভুক্তভোগী জাকির হোসেন বলেন, “আমাদের ১২৭ শতাংশ জমি ইটভাটার জন্য জবরদখল করে রেখেছে জিসান। আমরা আদালতে মামলা করে ডিগ্রি পেয়েছি, খাজনাও পরিশোধ করেছি। কিন্তু এরপরও সে আমাদের জমিতে যেতে দেয় না, বরং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করছে এবং খুনের হুমকি দিচ্ছে।”
আরেক ভুক্তভোগী আব্দুল জলিল বেপারীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, “আমার স্বামী মারা গেছেন, ছেলে রিকশা চালায়। আমাদের ৫২ শতক জমি দখল করে রেখেছে জিসান। জমিতে যেতে গেলেই হুমকি দেয়।”
ফরিদ মোল্লা অভিযোগ করে বলেন, “আমাদের ১৩৫ শতক জমি দখল করেছে। আমরা মামলা করে ডিগ্রি পেয়েছি, হাল সনদের খাজনাও দিয়েছি। এরপরও জমিতে উঠতে দিচ্ছে না, উল্টো মামলা দিয়ে হয়রানি করছে।”
এছাড়া হাসিনা বেগম ও লাবনী আক্তার তাদের শ্বশুরের জমি দখলের অভিযোগ করেন জিসানের বিরুদ্ধে।
মানববন্ধনে বক্তারা বলেন, “আমরা সাধারণ শ্রমজীবী মানুষ। আমাদের রুজির জমিগুলো দখল করে নিয়ে আমাদের বাঁচার পথ বন্ধ করে দিচ্ছে জিসান। তার ভয়ভীতি ও সন্ত্রাসী কার্যক্রমে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক।”
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।