জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসা ও সুলতান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ভর্তি নিয়ে টানাপড়েন চলছিল। ঘটনার দিন সুলতান হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মো. উবাইদুল হক, রাবেয়া বসুরী মহিলা মাদ্রাসার দুই ছাত্রীকে নিজের প্রতিষ্ঠানে ভর্তি করাতে ছাত্রীদের বাড়িতে গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এ সময় রাবেয়া বসুরী মাদ্রাসার শিক্ষক মো. মফিজুর রহমান এর সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়।
পরে বিষয়টি দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনায় রূপ নেয় এবং এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোঁটা নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়ালে অন্তত ২০ জন আহত হন। আহতদের শেরপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা ৯৯৯-এ কল করলে ইসলামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “দুই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল হক ও মফিজুর রহমানের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতি এবং শেষে দুইপক্ষের সংঘর্ষে রূপ নেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে।