নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা-অধিকার নিশ্চিত করতে রাজবাড়ী জেলার সদর উপজেলার কোলারহাট বাজারে বিশেষ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় রাজবাড়ী জেলা কার্যালয় এই অভিযান পরিচালনা করে।
সোমবার (০২ মার্চ ২০২৫) পরিচালিত এই অভিযানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ইফতার সামগ্রী বিক্রেতা এবং খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। এ সময় নিষিদ্ধ ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অনুমোদনহীন খাদ্য উৎপাদন এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।
তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়: কোলার হাট বাজারের মেসার্স রুবেল স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক হাজার টাকা, একই অপরাধে মেসার্স হিরু ফল ভান্ডারকে চার হাজার টাকা টাকা ও ঘোষ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান পরিচালনায় রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স, পুলিশ লাইন্স রাজবাড়ী, জেলা ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন,”রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। পণ্যের মান নিশ্চিত করতে এবং ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।”