নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী সার্কিট হাউজের নবনির্মিত গেট ও পৌর সিটি সেন্টার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত গেট এবং পৌর সিটি সেন্টার মার্কেটের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) শরীফ আল রাজীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, প্রকৌশলী এইচ এম আলী খান, পৌর সিটি সেন্টার মার্কেট মালিক সমিতির আহ্বায়ক আবু মুসা বিশ্বাস এবং সদস্য সচিব এটিএম আকরাম হোসেন বাবলু প্রমুখ।
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সার্কিট হাউজের গেট নির্মাণ ও পৌর সিটি সেন্টার মার্কেট শহরের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। পাশাপাশি রাজবাড়ী সদর হাসপাতাল, নদী শাসন প্রকল্প ও পৌর শহরের রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে রাজবাড়ী জেলা অগ্রাধিকার পাবে।
স্থানীয়রা আশা করছেন, এ উদ্বোধনের মধ্য দিয়ে রাজবাড়ী শহরের অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সুবিধা আরও বৃদ্ধি পাবে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৩ জনের পরিবার ও আহত ১২ জনসহ মোট ১৫ পরিবারের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। এছাড়াও, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১০ জন অসহায় নারীকে ১ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
এসময় কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
পরে বিভাগীয় কমিশনার বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং শহীদ সাগর চত্বর উদ্বোধন করেন।