নিজস্ব প্রতিবেদক: আছিয়ার ধর্ষক ও হত্যাকারীদের বিচার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে রাজবাড়ী শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল হক সাগর,গোলাম রাব্বী, মোঃ মাইন উদ্দিন শিকদার।
শিক্ষার্থরা বলেন, আছিয়া মৃত্যুর খবর গনমাধ্যমে জানার পর আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিচার দাবিতে আমরা রাস্তায় নেসেছি। দেশে যদি একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হত তবে আমাদের মা বোনেরা আজ ধর্ষনের শিকার হত না। আইনের শাষন না থাকার কারনে দেশে ধর্ষনের মত অপরাধ বৃদ্ধি পেয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।