নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রঞ্জিত শীলকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার। একইসঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রঞ্জিত শীলের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে তার ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
আজ শনিবার (১৫ মার্চ) ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে যান জেলা প্রশাসক সুলতানা আক্তার। তিনি রঞ্জিত শীলকে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন এবং তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. ইমরুল হাসান,নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাহিদ আহমেদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
জেলা প্রশাসনের এ মানবিক উদ্যোগে রঞ্জিত শীল ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।