নিজস্ব প্রতিবেদক: নারী ও শিশুর প্রতি সহিংসতার সুষ্ঠু বিচার ও প্রতিরোধের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (রোববার) সকাল ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের সনাকের সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমল কান্তি সরকার, আব্দুল্লাহ আল মাহমুদ রঞ্জন, জাহাঙ্গীর হোসেন, ক্রিস্টিয়া মারিও রেখা দাস, রাবেয়া খাতুন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলোর নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সনাক রাজবাড়ীর পক্ষ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।