রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক মামলায় এক বছরের বেশি সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২০ এপ্রিল রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মো. মিকাইল হোসেন ও এএসআই (নিঃ) মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে বড় ভবানীপুর এলাকার নিজ বাড়ি থেকে মাদক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. আলতাফ কাজী (৪৪) এবং রামনগর এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ফিরোজ মন্ডলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিদের পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার অপরাধ নিয়ন্ত্রণ ও গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।