পিএসএলের এবারের আসরে দুর্দান্ত সূচনা করেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে চমক দেখানো এই তরুণ অলরাউন্ডার এবারও উইকেট তুলে নিলেও থামাতে পারেননি মুলতান সুলতানসের রানবন্যা। ৪ ওভারে ৪৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট, কিন্তু তাঁর দল লাহোর কালান্দার্স হেরে গেছে ৩৩ রানে।
মুলতানের হোমগ্রাউন্ডে প্রথম ম্যাচে স্বাগতিকরা যেন জ্বলে উঠল পুরো দমে। ওপেনার ইয়াসির খানের বিধ্বংসী ৮৭ রানে ভর করে দল তুলেছে ২২৮ রানের পাহাড়সম স্কোর। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে প্রথম ৬ ওভারে তোলে ৭৯ রান, যা এবারের টুর্নামেন্টে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ।
লাহোরের বোলারদের জন্য দিনটা ছিল ভুলে যাওয়ার মতো। রিশাদ নিজের শেষ দুই ওভারে উসমান খান ও অ্যাস্টন টার্নারকে আউট করলেও, রান চাপে পড়েছে তিনিসহ বাকি বোলাররাও। শাহিন আফ্রিদি ও হারিস রউফও খরচ করেছেন বেশ রান। শেষ দিকে ইফতিখার আহমেদের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোর ২২৮-এ গিয়ে থামে।
জবাবে ব্যাট করতে নেমে লাহোর কালান্দার্স শুরুতেই হারায় দুই ওপেনার মোহাম্মদ নাঈম ও ফখর জামানকে। পাওয়ারপ্লের পর ৮৭ রানের মধ্যেই ফিরে যান প্রথম চার ব্যাটার। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লাহোর। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে থামে ১৯৫ রানে।
মুলতানের পেসার উবাইদ শাহ, যিনি পাকিস্তানি পেসার নাসিম শাহর ছোট ভাই, লাহোরের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে।
টানা তিন ম্যাচে হারের পর এই জয় মুলতানের জন্য যেন স্বস্তির নিঃশ্বাস। ঘরের মাঠে জয় দিয়ে অভিষেকটা দারুণ রাঙাল তারা। আর রিশাদ হোসেনের ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দলীয় সাফল্য এবার অধরাই থেকে গেল।