চুয়াডাঙ্গা, ৭ মে ২০২৫: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারকালে অর্ধকোটি টাকা মূল্যের সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৪৮), তিনি উপজেলার নবদুর্গাপুর গ্রামের ইসহাক মণ্ডলের ছেলে।
বুধবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ৫৮ বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের অধীন জীবননগর সীমান্তচৌকির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ব্যাটারিচালিত ভ্যান থামিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়।
পরে তাকে বিজিবির জীবননগর সীমান্তচৌকিতে নিয়ে তল্লাশি চালানো হলে তার শরীরে স্কচটেপে মোড়ানো অবস্থায় তিনটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৪৮ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনার বারগুলো আদালতের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ সোনা ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।