দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে পরিচিত নাম ছিল এলজি। তবে প্রযুক্তির এই দৌড়ে পিছিয়ে পড়ার পর ২০২১ সালে মোবাইল ব্যবসা থেকে সরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি। মোবাইল উৎপাদন বন্ধ করলেও ব্যবহারকারীদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সফটওয়্যার হালনাগাদ ও নিরাপত্তাসেবা চালু রাখার ঘোষণা দিয়েছিল তারা।
সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার এলজি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ৩০ জুন ২০২৫ থেকে তারা স্মার্টফোনে সফটওয়্যার আপডেট এবং নিরাপত্তাসেবা দেওয়া স্থায়ীভাবে বন্ধ করে দেবে। একইসঙ্গে LG Update Center এবং LG Bridge নামক সফটওয়্যার সেবা প্ল্যাটফর্মগুলোও বন্ধ হয়ে যাবে।
বিশেষজ্ঞরা বলছেন, এলজির এই সিদ্ধান্তে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন এখনো যারা এলজি স্মার্টফোন ব্যবহার করছেন। সময়মতো সফটওয়্যার আপডেট না করলে ডিভাইসে নতুন কোনো ফিচার যুক্ত হবে না, পাশাপাশি হ্যাকারদের জন্য নিরাপত্তাজনিত দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলা চালানো সহজ হয়ে যাবে।
এলজি ব্যবহারকারীদের উদ্দেশে প্রতিষ্ঠানটি অনুরোধ করেছে, নির্ধারিত সময়সীমার আগেই ফোনের সফটওয়্যার হালনাগাদ করে নিতে, যাতে ভবিষ্যতে কোনো জটিলতা বা নিরাপত্তাঝুঁকি এড়ানো যায়।
বিশ্লেষকরা বলছেন, যেসব গ্রাহক এলজি স্মার্টফোন ব্যবহার করছেন, তাদের এখন বিকল্প ডিভাইস কেনার কথা ভাবা উচিত, বিশেষ করে যারা ফোনে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ করেন অথবা অনলাইনে লেনদেন করেন।
এই ঘোষণার পর অনেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন, অনেকে আবার নিরাপত্তার কথা চিন্তা করে নতুন ফোন কেনার প্রস্তুতিও নিচ্ছেন।