রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে মাদক ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত তিনজনসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত মোট ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ মে) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) সোহেবুর রহমান, এসআই (নিঃ) মো. আসাদুজ্জামান ও এএসআই (নিঃ) মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন— ১। মো. আ. রহিম সরদার, অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি, সাং–খানখানাপুর, রাজবাড়ী।
২। মো. জিলাল শেখ (৪২), মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি, সাং–জৌকুড়া, ইউপি–চন্দনী, রাজবাড়ী।
৩। মো. আরিফ খান (৩৮), মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি, সাং–সন্ধিয়ারা, রাজবাড়ী।
৪। মো. ইকরাম শেখ, ওয়ারেন্টভুক্ত আসামি, সাং–রাজাপুর, রাজবাড়ী।
৫। মো. অন্তর শিকদার, ওয়ারেন্টভুক্ত আসামি, সাং–রাজাপুর, রাজবাড়ী।
৬। আলাল কবিরাজ (৪০), ওয়ারেন্টভুক্ত আসামি, সাং–বিনোদপুর, রাজবাড়ী।
গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোপর্দ করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।