গবেষণা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘শাহীনা রব স্মৃতি পদক ২০২৪’ পেয়েছেন রাজবাড়ীর পাংশার কবি, ছড়াকার, প্রাবন্ধিক ও গবেষক সাকী মাহবুব। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মুছিদাহ গ্রামের কৃতিসন্তান এবং পেশায় একজন শিক্ষক।
শনিবার (৩ মে) ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জসীম উদ্দিন আহমদের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সদস্য সচিব মো. আনিসুর রহমান দেওয়ান, সাহিত্যিক ও ইতিহাস গবেষক সৈয়দ নাজমুল আহসান, মো. নূরুল ইসলাম, নাসির হেলান, আজরা পারভীন সাঈদ, অধ্যাপক মুতাসিম বিল্লাহ ও রফিকুল আলম মিলন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহদী এবং সঞ্চালনায় ছিলেন টিমনী খান রীনা। এ সময় সারাদেশ থেকে আগত কবি, সাহিত্যিক ও গবেষকগণ অংশগ্রহণ করেন।
সাকী মাহবুব দেশের প্রথম সারির জাতীয় দৈনিকসহ বিভিন্ন সাহিত্য সাময়িকীতে নিয়মিত লেখালেখি করে থাকেন। তাঁর এ অর্জনে রাজবাড়ীর সাহিত্য অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে।