রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ মে) বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে বালিয়াকান্দি থানাধীন নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গি এলাকার ওমর আলী মৃধার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে রাজিব ইসলাম (২৬) নামের ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকারই মো. আব্দুল আজিজ শেখ ও মোসা. হাওয়া বেগমের ছেলে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক নির্মূলে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত রাজিব ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের এমন সাফল্য মাদকবিরোধী কার্যক্রমকে আরও বেগবান করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।