রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ মমতাজ বেগম (৩৮) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে ঢাকার আশুলিয়ার এনায়েতপুর বাশবাড়িয়া এলাকার মো. শামছুল আলম ওরফে খোকনের স্ত্রী।
রনিবার (৪ মে) বিকেল ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার এসআই সোহানুর রহমানের নেতৃত্বে অফিসার ফোর্সসহ দৌলতদিয়া ৪নং ফেরিঘাটে পল্টনে ওঠার রাস্তার ওপর থেকে তাকে ১৫০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়।
রবিবার (৫ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মমতাজের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।