রাজবাড়ী জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ মায়া আক্তার (৩৮)। তিনি মৃত মুক্তার হোসেনের কন্যা এবং বর্তমানে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়ার নাসরিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
অভিযানের সময় তার হেফাজত থেকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ীতে মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।