রাজবাড়ীর গোয়ালন্দে ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় পলাতক আসামি উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউপি মেম্বার মো. আবুল হোসেন প্রামানিক (৬২) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক উত্তম কুমার ঘোষ। তিনি উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার এবং মৃত ইমান আলী প্রামানিকের ছেলে।
পুলিশ জানায়, আবুল প্রামানিকের বিরুদ্ধে এফআইআর নম্বর-১০, তারিখ ১০ ডিসেম্বর ২০২৪ অনুযায়ী দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩২৩, ৩২৫, ৩০৭, ১১৪ ও ৩৪ ধারার পাশাপাশি ৩/৬ Explosive Substances Act, 1908 অনুযায়ী মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আন্দোলনের গোয়ালন্দ উপজেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে ১০ ডিসেম্বর ২০২৪ তারিখে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের একাধিক নেতাসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, আন্দোলন দমন করতে বেআইনি জনতায় বোমা, গুলি ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয় এবং আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়।