1. njnaimofficial@gmail.com : Naim Sheikh : Naim Sheikh
  2. biswass443@gmail.com : Sumon Biswas : Sumon Biswas
  3. admin@rajbariexpress.com : Rajbari Express :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
  •                          

রাজবাড়ী এক্সপ্রেস ইপেপার

ঘোষণা:
জাতীয় অনলাইন গনমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।

সীমান্তে কড়া নজরদারির নির্দেশ আইজিপির

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৩ মোট পাঠক
সীমান্তে কড়া নজরদারির নির্দেশ আইজিপির
সীমান্তে কড়া নজরদারির নির্দেশ আইজিপির

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি সীমান্তবর্তী জেলা রয়েছে। আঞ্চলিক অস্থিরতা যেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব না ফেলে এবং জঙ্গি বা সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আগেভাগেই সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

“আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই সংঘাতের প্রভাব আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে,” বলেন আইজিপি বাহারুল আলম।

একই অনুষ্ঠানে আয়োজিত বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪-এ চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রানার্স আপ হয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ৫-৭ মে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুলিশের বিভিন্ন ইউনিট।

প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে আছেন:

  • .১৭৭ এয়ার রাইফেল (পুরুষ) ইভেন্টে: নায়েক তানজীব হোসেন খন্দকার (এসবি)
  • .১৭৭ এয়ার রাইফেল (নারী) ইভেন্টে: কনস্টেবল তানিয়া আক্তার (এসবি)
  • .২২ বোর রাইফেল ৫০ মিটার (পুরুষ): এএসপি নাসিদ ফরহাদ (আরএমপি)
  • .২২ বোর রাইফেল ৫০ মিটার (নারী): এএসআই ইসমত আরা (এসবি)
  • .২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ): পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম (বিপিএ, সারদা)
  • .২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (নারী): কনস্টেবল রুনা আক্তার (এসবি)

ম্যান অব দ্য টুর্নামেন্ট (পুরুষ ও নারী) নির্বাচিত হন যথাক্রমে তানজীব হোসেন খন্দকার এবং রুনা আক্তার, দুজনই স্পেশাল ব্রাঞ্চের সদস্য।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরও খবর

© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।