ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বুধবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
আইজিপি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি সীমান্তবর্তী জেলা রয়েছে। আঞ্চলিক অস্থিরতা যেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব না ফেলে এবং জঙ্গি বা সন্ত্রাসীরা সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আগেভাগেই সংশ্লিষ্ট জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
“আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই সংঘাতের প্রভাব আমাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে,” বলেন আইজিপি বাহারুল আলম।
একই অনুষ্ঠানে আয়োজিত বার্ষিক শুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪-এ চ্যাম্পিয়ন হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং রানার্স আপ হয় স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে ৫-৭ মে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুলিশের বিভিন্ন ইউনিট।
প্রতিযোগিতার উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে আছেন:
ম্যান অব দ্য টুর্নামেন্ট (পুরুষ ও নারী) নির্বাচিত হন যথাক্রমে তানজীব হোসেন খন্দকার এবং রুনা আক্তার, দুজনই স্পেশাল ব্রাঞ্চের সদস্য।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআই-এর অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।