বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা গত
৫ আগস্ট পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। এখন দলটি নিষিদ্ধ করার প্রয়োজন নেই। আমরা সরকারের বিপক্ষে নই, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের পথ সুগম হোক।”
রবিবার (৫ মে) বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘স্লো পয়জন’ দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে, আল্লাহ তাঁকে সুস্থ করে দিয়েছেন। আর শেখ হাসিনাকে আজ পালিয়ে বেড়াতে হচ্ছে। এটাই আল্লাহর বিচার।”
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ কর্তৃক দেশব্যাপী বিএনপি নেতাকর্মীরা মিথ্যা মামলা, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। আমরা কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, দখল সহ্য করব না। জনগণের আস্থা ফিরে পেতে হলে আমাদেরকে শৃঙ্খলা ও আদর্শিক রাজনীতিতে ফিরে যেতে হবে।”
তিনি আরও বলেন, “সংস্কারের নামে যেন নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না হয়। জনগণ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তারেক রহমানকে রাজনৈতিক কারণে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। তবে অচিরেই তিনি দেশে ফিরে আসবেন এবং নেতৃত্ব দেবেন নতুন আন্দোলনের।”
পরে জয়নুল আবেদীন কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করেন। তাকে গাড়িবহরসহ পাংশা পর্যন্ত এগিয়ে দেন অ্যাডভোকেট আসলাম মিয়া ও তার সহকর্মীরা।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাডভোকেট মো. আসলাম মিয়া। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।