নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচনে বিএনপি,জামাত ও সাধারণ আইনজীবী সমর্থিত “সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ” মনোনিত প্রার্থীদের বড় জয় হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) অনুষ্ঠিত নির্বাচনে ১১টি পদের মধ্যে ১০টিতেই বিজয়ী হয়েছেন বিএনপি, জামাত ও সাধারণ আইনজীবী পন্থী সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। আওয়ামী লীগ ও গণতান্ত্রিক আইনজীবী পন্থি পরিষদ একমাত্র সহ-সম্পাদক পদে জয় পেয়েছে।
সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী হাবিবুর রহমান বাচ্চু ১৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনিছুর রহমান পেয়েছে ৮৮ ভোট। সহ-সভাপতি পদে হাকিম খান রিপন ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস ছাত্তার পেয়েছে ৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক-২ পেয়েছে ১৪১ ভোটে বিজয়ী হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী মোঃ রোকনুজ্জামান পেয়েছে ৭৪ ভোট।
সহ-সম্পাদক পদে মিজানুর রহমান সুজন ১৩২ ভোট ও আরব আলী ৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
ক্রীড়া সম্পাদক পদে বিপ্লব কুমার রায় ১১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
সদস্য পদে বিজয়ী হয়েছে মো. মোশারফ হোসেন, কাইয়ুম হোসেন, মো. জিয়াউর রহমান, মাহবুবুর রহমান ও মোহাম্মদ মাসুদুর রশিদ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ২২৫ জন ভোটারের মধ্যে ২২১ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বিএনপি, জামাত ও সাধারণ আইনজীবী পরিষদের সমর্থিত “সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ” সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যসহ ১০টি পদে জয়ী হয়েছে।
আওয়ামী লীগ পন্থী ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদের একমাত্র বিজয়ী প্রার্থী সহ-সম্পাদক পদে আরব আলী।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।