নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে করণীয়’ বিষয়ক কর্মশালা বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন ও টিআইবির সংগঠন সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান। কর্মশালায় সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে যৌথভাবে কার্যক্রম বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।
বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। এতে জাতীয় শুদ্ধাচার কৌশলের গুরুত্ব, প্রেক্ষাপট, অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস এবং টেকসই উন্নয়ন অভীষ্টের পরিচিতি, লক্ষ্যমাত্রা, গুরুত্ব, উপাদানসমূহ, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় টেকসই উন্নয়ন অভীষ্ট ১৬-এর প্রয়োগ কৌশল, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং তা পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার করেন।
অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুই, টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মাহান-উল-হক প্রমুখ।
সঞ্চালনা করেন টিআইবি রাজবাড়ীর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।