নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া হালদারপাড়া কালী মায়ের মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম যজ্ঞানুষ্ঠান আজ শুক্রবার সমাপ্ত হতে যাচ্ছে। দেশ, মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত এই অনুষ্ঠান ১১ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার রাত থেকে শুরু হয়।
এটি যজ্ঞানুষ্ঠানের ১১তম বার্ষিকী, যা ২৪ প্রহরব্যাপী মহানাম কীর্তনের মাধ্যমে উদযাপিত হয়েছে। এবারের আয়োজনে মাদারীপুর, নাটোর, খুলনা, রাজশাহী, মাগুরা এবং নাটোরের সিংড়া থেকে ছয়টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানটি ঘিরে ভক্তদের মাঝে ছিল ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা। যজ্ঞানুষ্ঠানের শেষ দিনে ভক্তরা বিশেষ পূজা-অর্চনা ও ধর্মীয় গীতির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করবেন।
স্থানীয় ভক্তদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রতি বছরই এ ধরনের ধর্মীয় অনুষ্ঠান এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও ভক্তির চেতনাকে উজ্জীবিত করে।