রাজবাড়ী প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলী হোসেন পনি স্মৃতি সংসদের উদ্যোগে রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বুধবার সকাল ৯টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী, প্রধান উপদেষ্টা ও নতুনের শান্তি নিবাসের সিইও মাসুদুল ইসলাম, রাজবাড়ী টাউন মক্তবের প্রধান শিক্ষক এবং আলী হোসেন পনি এর সহধর্মিনী জুন কক্স এবং সংগঠনের সদস্য শাহিনা আক্তার, সেলিনা শাপলা, তাহমিনা পারভীন, সোনিয়া, জান্নাতুল ফেরদৌস সুমি, মার্গারেট মিতা, আব্দুস সামাদ, গৌতমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নতুনের শান্তি নিবাসের কন্যারা উপস্থিত হলে অনুষ্ঠানটি আরও পূর্ণতা লাভ করে। সংগঠনের নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, এ দিবস আমাদের ভাষার প্রতি ভালোবাসা ও সম্মান জানানোর দিন।
অনুষ্ঠানে বক্তারা জানান, ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাই নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে হবে।
শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সংগঠনটি ভাষা শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করে।