নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী বসন্তপূুরে পারি অভাব অনটনের কারনে হাসনা বেগম নামে এক গৃহিনী আত্মহত্যা করেছে। সে বসন্তপুর কোলা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী।
সে তার নিজ বাড়িতে সকালে বিষ পান করে।পরে তাকে পরিবারে পক্ষ থেকে সকাল ১১ টার দিকে সদর হাসপাতালে নেওয়া হয়।চিকিৎসকেরা তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে পথে শিবরামপুর নামক স্থানে সাড়ে ১১য় তার মৃত্যু হয়।
হাসনা বেগম তার দুটি ছেলে সন্তান রয়েছে। বসন্তপুর ইউনিয়নের দফাদার ফিরোজ মিয়া জানান,
হাসনা বেগমের স্বামী ইউসুফ আলী শারিরীক প্রতিবন্ধি।তারপরও সে মানুষের কাজ করে।জমি বর্গা নিয়ে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে।
বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন সরদার,বলেন,কোলা গ্রামে এক নারী বিষ পান করে মৃত্যু হয়েছে শুনে আমি সেখানে গিয়েছি। ওই নারীর স্বামী অসহায়, দিনমজুর দিয়ে ও বর্গা জমি চাষ করে পরিবার চালায়।কিন্তু বিষ প্রানে আত্ম হত্যা অত্যান্ত দুঃখ জনক।তার দুটি সন্তান রয়েছে।আমার পক্ষ থেকে সার্বিক সহযোগীতার চেষ্টা থাকবে দরিদ্র পরিবারটির জন্য।